প্রায় ১০০ হাজার লোক এবারের লন্ডন ম্যারাথনে অংশগ্রহণ করবেন
২০২১ সালের লন্ডন ম্যারথনে শিশুদের জন্য দৌড়াবেন জামান
বিশ্বের বিখ্যাত ম্যারাথনগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম হলো লন্ডন ম্যারাথন। ২০২১ সালের লন্ডন ম্যারাথনে এমএফএ জামান প্রতিবন্ধী শিশুদের সাহাযার্থে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে দৌড়াবেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিখ্যাত অ্যাথলেট সহ পেশাদার এবং সৌখিন দৌড়বিদরা অংশ নেন লন্ডন ম্যারাথনে।
প্রতিবছর কয়েকহাজার দৌড়বিদ এপ্রিলের সকালে বিলেতের রাজধানী লন্ডনের ব্ল্যাকহীথ এবং গ্রীণউইচ পার্ক থেকে শুরু করে বাকিংহাম প্যালেসের সামনে গিয়ে তাদের ২৬.২ মাইল দৌড়ের ইতি টানেন। এছাড়া লন্ডন ম্যারাথনের আরেকটি অংশ হলো হুইলচেয়ার রেসিং। যেখানে পঙ্গু, দৃষ্টি প্রতিবন্ধী, মেরুদণ্ডের আঘাতপ্রাপ্তরা হুইলচেয়ার এবং অন্যের সাহায্য নিয়ে দৌড়ে অংশগ্রহণ করেন।
কিন্তু ২০২০ সালে করোনা মহামারীর কারণে অক্টোবরে এই আসর অনুষ্ঠিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ৩ই অক্টোবর রবিবার প্রায় ১০০ হাজার লোক এই বিখ্যাত ম্যারাথনে অংশগ্রহণ করবেন। তবে, এবার দুই গ্রুপে নির্বাচিত ট্র্যাক এবং ভার্চুয়ালি এই প্রতিযোগিতায় অংশ করবেন। সেই ১৯৮১ সালে অ্যাথলিট ক্রিস ব্র্যাশার এবং জন ডিসলি দ্বারা প্রতিষ্ঠিত লন্ডন ম্যারাথনে বিশ্বের বিভিন্ন দেশের চ্যারিটি সংস্থার প্রতিনিধি, কর্মী এবং স্বেচ্ছাসেবকরা এই আসরকে সফল করতে কাজ করেন । এদিন শুরু থেকে শেষ পর্যন্ত কয়েক হাজার দৌড়বিদদের মধ্যে প্রায় ৮০০ হাজার পানির বোতল সরবরাহ করেন। এই রবিবার লন্ডনের পরিবেশ বেশ উৎসবমুখর হয়ে উঠে। স্থানীয় জনগণ দৌড়বিদদের উৎসাহ দিতে রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাড়িঁয়ে থাকেন। কেউ আবার খাবার বিতরণ করেন কিংবা ঢোল-বেহালা নিয়ে মনোরঞ্জন করতে থাকেন।
করোনা পরবর্তীকালীন ২০২১ সালের ৩ই অক্টোবর রবিবার, জামান ৪১ তম লন্ডন ম্যারাথনে প্রতিবন্ধী শিশুদের জন্য দৌড়াবেন। এর আগেও তিনি কয়েকবার লন্ডন ম্যারাথনে অংশগ্রহণ করেন। এছাড়া ইংল্যান্ডের বার্মিংহাম, ব্রাইটন সহ বিভিন্ন এলাকায় ম্যারাথন এবং হাফ-ম্যারাথনে তিনি চ্যারিটি জন্য তহবিল সংগ্রহের জন্য দৌড়েছেন। এর মধ্যে তিনি একবার পবিত্র রমজান মাসে রোজা রেখে হাফ-ম্যারাথন সম্পন্ন করেন।
২০১৭ সালে জো-কক্স এমপি এবং ইডেন প্রজেক্টের হয়ে রমজান মাসে রোজা রেখে ইয়র্কশায়ার থেকে লন্ডনে ২১ দিনে পায়ে হেঁটে ৬২১ মাইল সম্পন্ন করে তিনি বেশ আলোড়ন সৃষ্টি করেন। কমিউনিটিতে তার কাজ নিয়ে বিবিসি, আইটিভি সহ মিডিয়াতে রির্পোট প্রকাশ হয়।
এমএফএ জামান বলেন, লন্ডন ম্যারাথন আমার সবচেয়ে প্রিয় দৌড় প্রতিযোগীতা। আমি সত্যিই ভাগ্যবান এখানে অংশগ্রহণ করতে পেরে কারণ শুধু এই ম্যারাথনেই অংশগ্রহণের জন্য বিশ্বের কয়েক লক্ষাধিক লোক আবেদন করে।
সবাই শুধু আমাদের মহৎ আর ভালো কাজকে উৎসাহ দিতে সারা দিন রোদ কিংবা বৃষ্টির মধ্যে দাড়িঁয়ে থাকে, যা সবসময় আমাকে আরো বেশি ভালো কাজ করতে উৎসাহ জোগায়। কিন্তু এবারের পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন। কারণ গ্রীষ্মের শেষ দিকে একটু ঠান্ডা-বৃষ্টি আর রোদের মধ্যে আমাকে দৌড়াঁতে হবে। কিন্তু যখনই মনে হয় আমি প্রতিবন্ধী শিশুদের সাহায্যের জন্য দৌঁড়াচ্ছি ঠিক তখনই সব কষ্ট ভুলে যাই। আমি সবসময় ভালো কাজের সাথে যুক্ত এবং সেইসাথে চেষ্টা করি সবকিছু দিয়ে অন্যেরে উপকার করতে। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আজ আমার সুস্থ শরীর নিয়ে এই সুন্দর পৃথিবীর সুবিধা উপভোগ করছি, ভালো কাজ করার সুযোগ পাচ্ছি। কিন্তু প্রতিবন্ধী হওয়ার কারণে সেই শিশুরা আজ তা পারছেনা। তাই মানবিক কারণে কৃতজ্ঞতা স্বরুপ আমি তাদের সাহায্যের জন্য চেষ্টা করে যাচ্ছি। এই সংগৃহীত অর্থের মাধ্যমে তাদেরকে ক্রীড়া বিষয়ক বিভিন্ন ট্রেনিং প্রদান করা হয়। যারা পরবর্তীতে স্থানীয় এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে পরিবার এবং দেশের জন্য সম্মান নিয়ে আসে।
বিশ্বের খ্যাতিমান ক্রিকেটার, ক্রীড়াবিদ, অভিনেতা যেমন স্যার ভিভিয়ান রিচার্ডস, ব্রায়ান লারা, ডেলি থমসন, ডেভিড হেমারী, ডেভিড ওয়ার, এ্যন্ডি ব্যারো, রাসেল ব্র্যান্ড সহ বিভিন্ন ব্যক্তিরা জামানের ম্যারাথন দৌড়কে উৎসাহিত করেছেন। এছাড়া জামান লন্ডন অলিম্পিক ২০১২ সালের এম্বেসেডর, রাগবী বিশ্বকাপ ২০১৫ সালের টিম লিডার এবং ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সিলেক্টর হিসেবে দায়িত্ব পালনসহ বৃটেনের মূলধারায় সম্পৃক্ত রয়েছেন।
এমএফএ জামানের (@mfazaman9) লন্ডন ম্যারাথনে সমর্থন দিতে ক্লিক করুন – www.justgiving.com/mfa-zaman