ওমর আল-বশিরের নাইজেরিয়া ত্যাগ
সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির নাইজেরিয়ায় তার গ্রেফতার এড়াতে দেশটি ত্যাগ করেন। এর আগে গত সোমবার আফ্রিকায় দুই দিনের রাষ্ট্রীয় এক সফরে যান, সেখানে তিনি এইচআইভি ও এইডস বিষয়ক একটি শীর্ষ বৈঠকে যোগ দেন। বৈঠক শেষ হওয়ার আগেই তীব্র বিরোধীতার মুখে তাকে দেশটি ত্যাগ করতে হয়। দেশটিতে পৌঁছহলে মানবাধিকার কর্মীরা তার বিরুদ্ধে তব্রি প্রতিক্রিয়া জানান। তার বিরুদ্ধে নাইজেরিয়ার মানবাধিকার সংস্থার আইন প্রণেতারা দারপুরে গণহত্যা ও চরম মানাবাধিকার লঙ্গনের অভিযোগ আনেন ও দেশ ত্যাগে বাধ্য করেন। এদিকে আইন প্রণেতারা তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ আদালতে সোপর্দ করার জন্য দেশটির সরকারকে বাধ্য করেন।