করদাতাদের বিপুল অর্থ অপচয়

এসাইলাম ক্যাম্পে হোম অফিসের মিলিয়ন পাউন্ড অপচয়

ব্রিটিশ হোম অফিস মিলিয়ন পাউন্ড ব্যয়ে বন্দীশালার আঙ্গিকে আশ্রয় প্রার্থীদের জন্য ক্যাম্প নির্মান করেছিলো, যেগুলো অদৌ ব্যবহৃত হয়নি। গত বছরের শেষ দিকে মন্ত্রীরা নর্থ বের্ড ফোর্ডশায়ারে ইসার্লস উড বহিষ্কার কেন্দ্র এলাকায় অস্থায়ী ভবন নির্মানের জন্য ৩ মিলিয়ন পাউন্ড প্রদান করেন একটি নির্মান প্রতিষ্ঠানকে। এখানে ১৮৭ জন আশ্রয় প্রার্থীর থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত ভবনগুলো একাজে ব্যবহৃত না হওয়ায় মন্ত্রীরা পড়েছেন তোপের মুখে করদাতাদের এতো বিপুল অর্থ অপচয়ের জন্য।
স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল মন্ত্রী ও ক্যাম্পেইনারদের বিরোধিতা সত্বেও এই পরিকল্পনা নিয়ে অগ্রসর হন। তারা এই বলে সতর্কবানী উচ্চারণ করেন যে, এধরনের বাসস্থান সম্পূর্ণ অনুপযুক্ত হবে এবং এর বাসিন্দারা এই প্রত্যন্ত এলাকায় আইনানুগ সেবা ও স্বাস্থ্য সেবা পেতে সমস্যায় পড়বে। কাজ শুরুর ২মাস পর পরিকল্পনাটি বাদ দেয়া হয়। হোম অফিস জানায়, তাদের অতিরিক্ত জায়গার আর প্রয়োজন নেই।
আইনজীবিগণ কর্তৃক হোম অফিসকে আদালতের কাঠগড়ায় নিয়ে যাওয়ার একদিন আগে পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তটি আসে। আইনজীবিরা যুক্তি দেখান, হোম অফিস অ্যাসাইলাম ক্যাম্প নির্মানের আগে পরিকল্পনার অনুমতি গ্রহণ কিংবা প্রয়োজনীয় ক্ষয়ক্ষতির হিসাব-নিকাশ করতে ব্যর্থ হয়েছেন।
লিবার্টি ইনভেস্টিগেইটস কর্তৃক প্রাপ্ত তথ্যের স্বাধীনতা বিষয়ক (এফওআই) একটি জবাব বা সাড়াদান থেকে এটা প্রকাশিত হয়েছে যে, হোম অফিস ওয়েরনিক বিল্ডিংস লিমিটেড নামক একটি নির্মান কোম্পানীকে ৩.১৭৫ মিলিয়ন পাউন্ড প্রদান করেছে এই স্থানে স্থানান্তরযোগ্য কেবিন নির্মাণ ও ভাড়া করার জন্য। হোম অফিস কাঠামোগুলো ১৩ সপ্তাহের জন্য ভাড়া করে। কিন্তু এসময়ে এগুলো খালি অবস্থায় পড়ে থাকে। ১০ মাস অতিবাহিত হলেও চুক্তির মৌলিক বিবরণ কেবিনেট গাইডলাইনের নিয়ম অনুযায়ী প্রকাশ করা হয়নি। হোম অফিসের জনৈক মুখপাত্র বলেন, যথা সময়ে তারা এটা প্রকাশ করবেন। ছায়া য় মন্ত্রী ব্যাম্বোস চ্যারাল্যাম্বাস বলেন, এটা হোম অফিসের অযোগ্যতা ও অপচয়ের একটি বেদনাদায়ক উহারণ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button