এবার আর একটি মুসলিম দেশ পাচ্ছে তুরস্কের সেই ড্রোন
পুরো দুনিয়াকে অবাক করে দিয়ে আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে ব্যাপক সাফল্য অর্জন করে আজারবাইজান। আর মূলে ছিলো তুরস্কের ড্রোন। এবার সে ড্রোন পাচ্ছে তুরস্কের প্রতিবেশি একটি মুসলিম দেশ। জানা যায়, আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে হওয়া নাগরনো কারাবাখ যুদ্ধে ব্যাপক সাফল্য এনে দেওয়া তুরস্কের বায়রাক্তার টিবি-২ ড্রোন পেতে যাচ্ছে মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ কিরগিজস্তান।
বৃহস্পতিবার কিরগিজস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির চেয়ারম্যান কামচিবেক তাশিয়েভ এ তথ্য জানান। এ খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু।
কামচিবেক তাশিয়েভ বলেন, কিরগিজস্তান তুরস্কের ড্রোনের চালান শিগগির পেতে যাচ্ছে। আমরা তুরস্কের কাছে বায়রাক্তার টিবি-২ (ট্যাকটিকেল ব্লক ২) ড্রোনের অর্ডার দিয়েছি।
তিনি আরও বলেন, সামান্য কিছু দেশ তুরস্কের এ ড্রোন হাতে পেয়েছে। আমাদের দেশও সেসব সীমিত সংখ্যক দেশের একটি হতে যাচ্ছে। তাশিয়েভ এসময় সাংবাদিকদের বলেন, বিশকেক রাশিয়ার কাছ থেকে ওরলান-১০ ড্রোনও কিনেছে।