হাজিদের জন্য ২ কোটি লিটার যমযমের পানি বিতরণ
আনুষ্ঠানিকভাবে হজ শেষ হয়েছে গতকাল সোমবার। আজ হাজিরা সেখানে পশু কোরবানী করছেন। এ বছর হজ উপলক্ষে প্রায় দুই কোটি সাত লাখ ৬০ হাজার লিটার (২০.৭৬ মিলিয়ন) জমজমের পানি বিতরণ করছে যমযম কর্তৃপক্ষ।
জমজমিয়া দপ্তরের তথ্য অনুযায়ী, হাজিদের শিবির, হাসপাতাল ও হজ মন্ত্রণালয়ের অনুষ্ঠানে দেড় লিটারের এক লাখ ২০ হাজার বোতল যমযমের পানি বিতরণ করা হবে।
হজে এবার তিন পর্যায়ে যমযমের পানি বিতরণ করা হচ্ছে। প্রথম পর্যায় শুরু হয় সেপ্টেম্বরে। আর শেষ হয় গতকাল সোমবার। এ সময়ে মন্ত্রণালয়ের অনুমোদিত দপ্তরগুলো পানি পৌঁছে দেওয়া হয়। দিন-রাত চেষ্টা করে হাজিদের কাছে তা দ্রুত পৌঁছে দেন ১৩০ জন কর্মী। এ পর্যায়ে ৩৩০ মিলিলিটারের বোতলে পাঁচ লাখ ৩৮ হাজার ৯১৭ লিটার পানি বিতরণ করা হয়।
দ্বিতীয় পর্যায়ে হাজিদের অবস্থানস্থলে যমযমের পানি বিতরণ করা হয়। ১২২টি গাড়িতে ২০ লিটারের কনটেইনারে করে ৮৬৩ জন কর্মী এসব পানি পৌঁছে দেন।
আর সর্বশেষ ধাপে ১৩০ জন কর্মী কয়েকটি দলে ৩৩০ মিলিলিটারের বোতল নিয়ে মক্কা-জেদ্দা মহাসড়কে ১৫ লাখ ৬০ হাজার লিটার পানি বিতরণ করবে। এর মধ্যদিয়ে জমিয়া দপ্তর এবারের হজে তাদের পানি বিতরণ কর্মসূচির সমাপ্তি ঘটাবে।
হাজিরা জানান, এসব পানির বিতরণে যমযম কর্তৃপক্ষ কোনো অর্থ নেয় না। তারা মনে করে, আল্লাহর কুদরতের পবিত্র এই পানি পাওয়া হাজিদের হক। এর বাইরে হাজিরা ইচ্ছে করলে নিজেরাও সরাসরি কূপ থেকে পানি সংগ্রহ করতে পারেন।