ব্রিটেনে পিএইচডি শিক্ষার্থীর তাঁবুতে বসবাসের চাঞ্চল্যকর কাহিনী
অনেক পিএইচডি শিক্ষার্থীর মতো এইমি লী’র ঘন্টা হিসেবে মজুরির একটি চাকুরী প্রয়োজন ছিলো একজন ইংরেজীর লেকচারের কাজ পান তিনি। কিন্তু তার ছাত্রছাত্রীরা কখনো ভাবতেও পারেনি যে অধ্যাপনাকালীন ২ বছর তিনি একটি তাবুতে বসবাস করতেন। তিনি ইউনিভার্সিটি অব লন্ডনের রয়েল হলোওয়েতে পিএইচডি তৃতীয় বর্ষে পড়াশুনা কালে তীব্র আর্থিক সংকটে পড়েন। তিনি বুঝতে পারেন যে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকা তার পক্ষে সম্ভব নয়। গবেষণা কর্মে তার সকল ব্যয় নির্বাহ করে শিক্ষকতার আয় থেকে এটা পোষাবে না। তিনি তখনকার সময়ে কথা স্মরণ করে বলেন, তখন খুব ঠান্ডা পড়েছে। তাবুটি ছিলো একজনের থাকার মতো। এতে কিছু উষ্ণ হওয়ার কথা। কিন্তু ওইসব দিনে আমি…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login