বর্তমানে বিশ্বজুড়ে ৩৯৮টি স্টোর আছে
শতাধিক নতুন স্টোর খুলছে প্রাইমার্ক
কভিড-১৯ মহামারীর বিপর্যয় কাটিয়ে উঠছে বিশ্ব। টিকাদান কার্যক্রম বিস্তৃতির সঙ্গে সঙ্গে দোকানমুখী হচ্ছেন ক্রেতারা। পুনরুদ্ধার হচ্ছে স্টোরগুলোর খুচরা বিক্রি। এমন পরিস্থিতিতে বিদেশে সম্প্রসারণের উচ্চাভিলাষী পরিকল্পনা তৈরি করেছে ব্রিটিশ রিটেইল কোম্পানি প্রাইমার্ক।
ফাস্ট-ফ্যাশন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি আগামী পাঁচ বছরে ১০০টিরও বেশি নতুন স্টোর খোলার পরিকল্পনা করেছে। নতুন স্টোরগুলো খোলা হবে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি ও স্পেনে। বর্তমানে বিশ্বজুড়ে ৩৯৮টি স্টোর আছে প্রাইমার্কের। এ সংখ্যা ৫৩০-এ নিয়ে যাবে সংস্থাটি।
ছয় বছর আগে যুক্তরাষ্ট্রের বোস্টনে প্রথম স্টোর খুলেছিল প্রাইমার্ক। আগামী পাঁচ বছরের মধ্যে দেশটিতে স্টোরের সংখ্যা ১৩ থেকে ৬০টিতে উন্নীত করছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে সংস্থাটি ব্রুকলিন, লং আইল্যান্ড ও আলবানিসহ নিউইয়র্ক অঞ্চলে পাঁচটি নতুন স্টোরের জন্য লিজ চুক্তি স্বাক্ষর করেছে।
প্রাইমার্কের প্রধান নির্বাহী পল মার্চ্যান্ট বলেন, আমাদের বর্তমান পোর্টফোলিও শক্তিশালী পর্যায়ে আছে। পাশাপাশি আমরা একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছি। এরপর এখন আমরা দেশের বাইরে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছি।