অক্টোবরে তুর্কি বিমানবন্দরগুলো দিয়ে ১ কোটি ৫৭ লাখ যাত্রী পারাপার

অক্টোবরে তুর্কি বিমানবন্দরগুলো দিয়ে প্রায় ১ কোটি ৫৭ লাখ যাত্রী পারাপার হয়েছে। এর মধ্যে প্রায় ৭১ লাখ যাত্রী অভ্যন্তরীণ ফ্লাইট এবং ৮৬ লাখ যাত্রী আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ করেছেন। সম্প্রতি তুরস্কের স্টেট এয়ারপোর্টস অথরিটি জেনারেল ডিরেক্টরেট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গত মাসে দেশটির বিমানবন্দরগুলো ব্যবহার করে ওভারফ্লাইটসহ ১ লাখ ৫৮ হাজার ৫১২টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ৭৬ হাজার ৪৫৮টি অভ্যন্তরীণ ও ৫৮ হাজার ৯৫৩টি আন্তর্জাতিক ফ্লাইট ছিল। এছাড়া এ সময়ে কার্গো উড়োজাহাজে পণ্য পরিবহনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৫৬ হাজার ৭১২ টন। জানুয়ারি-অক্টোবর সময়ে ট্রানজিট যাত্রীসহ তুরস্কের বিমানবন্দরগুলো দিয়ে ভ্রমণকারীদের সংখ্যা ১০ কোটি ৭১ লাখে পৌঁছেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button