যুক্তরাজ্যে সদর দপ্তর সরিয়ে নিচ্ছে শেল
নেদারল্যান্ডসের হেগ শহর থেকে সদর দপ্তর যুক্তরাজ্যে সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছে রয়্যাল ডাচ শেল পিএলসি। এ খবরে রীতিমতো বিস্মিত ডাচ সরকার। দেশটির ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড ক্লাইমেট বিষয়কমন্ত্রী স্টেফ ব্লক বলেন, শেল তাদের সদর দপ্তর সরিয়ে নেয়ার যে পরিকল্পনা করছে তা জানতে পেরে মন্ত্রিসভা ভীষণ দুঃখ প্রকাশ করেছে।
এ মন্ত্রী আরো বলেন, শেলের পরিকল্পনার ফল কী হতে পারে তা নিয়ে আমরা সংস্থাটির সঙ্গে আলাপ করছি। এটি সরিয়ে নেয়া হলে চাকরির বাজারে বা বিনিয়োগের ক্ষেত্রে কেমন প্রভাব পড়বে তা আলোচনা করা হচ্ছে।
এর আগে শেল ঘোষণা দিয়েছিল, করপোরেট কাঠামোকে আরো সরল করা হচ্ছে। পাশাপাশি অংশীদাররা যেন সহজে লভ্যাংশ পেতে পারেন সে ব্যবস্থাও করা হবে। এছাড়া গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমাতে গত মাসে শেলকে আদেশ দিয়েছিলেন নেদারল্যান্ডসের একটি আদালত। সে বিষয়েও আপিল করা হয়েছে।