সিরিয়ায় মানবাধিকার চরমে
জতিসংঘের শরনার্থী বিষয়ক মন্ত্রনালয় গতকাল এক বিবৃতিতে বলেছে, সিরিয়ায় জাতিগত সহিংসতায় প্রতিমাসে ৫হাজার লোক নিহত ও প্রতিদিন ৬হাজার লোক দেশছেড়ে পালিয়ে যাচ্ছে।
সংস্থাটি এর জন্য সিরিয় নিরাপত্তাবাহিনী ও বিদ্রোহীদের দায়ী করেন। সংস্থারটি প্রধান এন্ট্যোনি গুতারেস এক বিবৃতিতে বলেন, এই ভয়াবহ গণহত্যা রুয়ান্ডার কথা মনে করিয়ে দেয়।
এদিকে মানবাধিকার সংস্থাগুলো এর তিব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেন, সিরিয়ায় জাতিগত সংঘর্ষে চরম মানবাধিকার লঙ্গন হচ্ছে। প্রতিদিন হাজার হাজার লোক দেশ ত্যাগ করছে।
জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সংস্থার সহকারী সেক্রেটারী ইবেন সাইমনবিক বলেন, ২০১১ ও ২০১৩সালের মধ্যে এই পর্যন্ত প্রায় বিরানব্বই হাজার লোক নিহত হয়, যাদের মধ্যে সাড়ে ছয় হাজার শিশুও রয়েছে।
এদিকে জাতিসংঘের এক নিবন্ধনে দেখা যায়, ১.৮মিলিয়ন শরনার্থীদের দুই তৃতীয়াংশ এই বছরের শুরুর দিকে সিরিয়া থেকে লেবানন, তুর্কি, জর্ডান, ইরাক, মিসর ও পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়েছে।