দ্বিমুখী ট্যাক্সের যাঁতাকলে ইংল্যান্ডের গৃহস্থালী
ইংল্যান্ডে কাউন্সিল ট্যাক্স এবং একইভাবে ন্যাশনাল ইনস্যুরেন্স বৃদ্ধির ফলে পরিবারগুলোকে আগামী বছর দ্বিমুখী করবৃদ্ধির যাঁতাকালে পড়তে হবে। সম্প্রতি বিবিসি’র গবেষনায় এ তথ্য প্রকাশিত হয়েছে। বিবিসি’র এই জরীপে দেখা গেছে, ইংল্যান্ডের দুই তৃতীয়াংশ কাউন্সিলের ফান্ড সার্ভিসকে সহায়তার জন্য কাউন্সিল ট্যাক্স বৃদ্ধির কথা বিবেচনা করছে। অন্যান্য অনেক কাউন্সিল বলেছে, তারা এমন সিদ্ধান্ত উড়িয়ে দিতে অক্ষম। কর্মরত গৃহস্থালীগুলো আগামী এপ্রিল থেকে জাতীয় বীমা বৃদ্ধির সম্মুখীন হচ্ছে। এই বৃদ্ধি স্বাস্থ্য ও সামাজিক সেবার অর্থ পরিশোধে সহায়ক হবে। তবে প্রাথমিকভাবে এই অর্থের একটি বড়ো অংশ যাবে এনএইচএস-এ। অনেক কাউন্সিল নেতা বলেন, তারপরেও তাদের তহবিলে ঘাটতি থেকে যাবে এবং কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি অপরিহার্য। লোকাল গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login