ব্যাংক অব ইংল্যান্ড মর্গেজের নীতিমালা শিথিল করছে
ব্যাংক অব ইংল্যান্ড বন্ধকী ঋনের নীতিমালা শিথিলরের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। এর ফলে সম্পত্তির প্রথমবারের মতো ক্রেতারা সম্পত্তি অর্জনের সোপানে ওঠার সুযোগ পাবেন। কেন্দ্রীয় ব্যাংকটি বলেছে, তারা এমন একটি আবশ্যকীয়তা বাদ দিতে চায়, যা ঋনগ্রহীতাদের একটি গৃহ ঋনের অনুমোদন পাবার আগেই সুদের হারের ৩ শতাংশ বৃদ্ধি গ্রহনে বাধ্য করে থাকে। এই আবশ্যকীয়তা বা বাধ্যবাধকতা বাতিল করা হলে ব্রিটেনের ১ শতাংশ ভাড়াটে উপকৃত হবে, যে সংখ্যা প্রায় ৫০ হাজার। সক্ষমতা পরীক্ষায় অবতীর্ন হওয়ার মতো অবস্থা তাদের নেই। যদি এই বিধি না থাকে তবে আরো ৬ শতাংশ অর্থ্যাৎ ৩৫ হাজার লোক একটি বড়ো অংকের ঋন গ্রহনে সক্ষম হবে। মহামারির সময় বাড়ির মূল্যবৃদ্ধি…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login