দশমিক ১ শতাংশ থেকে দশমিক ২৫ শতাংশে উন্নীত
অপ্রত্যাশিতভাবে সুদের হার বাড়াল ব্যাংক অব ইংল্যান্ড
মূল্যস্ফীতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণের মধ্যেও অপ্রত্যাশিতভাবে সুদের হার দশমিক ২৫ শতাংশ বাড়িয়েছে ব্যাংক অব ইংল্যান্ড। গত তিন বছরের মধ্যে প্রথমবারের মতো সুদের হার বাড়াল দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
সুদের হার ইতিহাসের সর্বনিম্ন দশমিক ১ শতাংশ থেকে দশমিক ২৫ শতাংশে উন্নীতকরণে থ্রেডনিডল স্ট্রিটস মনিটারি পলিসি কমিটি ভোটে জয়যুক্ত হয়। এ সময় আলোচনায় জীবনযাপনে ক্রমবর্ধমান ব্যয়ের বিষয়টি ওমিক্রনের উদ্বেগকেও ছাপিয়ে গেছে। নতুন সুদহার বন্ধকি ঋণে জর্জরিত পরিবারের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
নভেম্বরে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি এক দশকের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। চলতি শীতেও এটি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড। এছাড়া জ্বালানি তেলের উচ্চ মূল্যের কারণে ৫ দশমিক ১ শতাংশ থেকে আগামী বছরের মাঝামাঝিতে মূল্যস্ফীতি ৬ শতাংশে উন্নীত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।