এইচএসবিসিকে ৬৪ মিলিয়ন পাউন্ড জরিমানা
অর্থ পাচার রোধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় এইচএসবিসিকে ৬৩.৯ মিলিয়ন পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্যের আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি (এফসিএ) জানিয়েছে, ২০১০ সালের ৩১ মার্চ থেকে ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত এইচএসবিসির লেনদেন পর্যবেক্ষণ ব্যবস্থার তিনটি মূল অংশে গুরুতর দুর্বলতা ছিল। এছাড়া ২০১৪ সাল পর্যন্ত অর্থ পাচার ও সন্ত্রাসী অর্থায়নে অপর্যাপ্ত নজরদারি এবং ২০১৬ সালের পর নতুন পরিস্থিতিতে দুর্বল ঝুঁকি মূল্যায়নসহ এইচএসবিসি সিরিজ ব্যর্থতার পরিচয় দিয়েছে।