এরদোগানের নতুন পরিকল্পনায় ফিরছে লিরার দর
ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল তুরস্কের মুদ্রা লিরার দর। তবে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ঘোষিত নতুন পরিকল্পনার পর একলাফে ১৫ শতাংশ বেড়েছে মুদ্রাটির মূল্য। গতকাল প্রতি ডলারের বিপরীতে মুদ্রাটির মূলমান দাঁড়িয়েছে ১৩ দশমিক ০৭ লিরা। নতুন ঘোষণায় বাজারে অস্থিতিশীলতা থামাতে স্থানীয় মুদ্রা জমানোর পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট। এতে তুরস্কের মানুষ যে ঠকবেন না, সে নিশ্চয়তাও দিয়েছেন তিনি।
চলতি সপ্তাহে দেয়া এক বক্তব্যে এরদোগান জানান, কয়েক সপ্তাহ ধরে মুদ্রার ওপর যে চাপ রয়েছে তা নিরসনে বেশকিছু পদক্ষেপ নিচ্ছে তার সরকার। এজন্য তিনি তুরস্কের মানুষকে ডলার নয় বরং লিরা জমা রাখতে উৎসাহিত করেছেন। তবে কীভাবে সরকার বিষয়টির সমন্বয় করবে সে সম্পর্কে বিস্তারিত কিছু তিনি জানাননি।
অন্যদিকে, প্রেসিডেন্টের এ ঘোষণার আগে লিরার দর পড়েছিল ১০ শতাংশ, যা ইতিহাসে সর্বনিম্ন। নতুন ঘোষণার পর ঘুরে দাঁড়াতে শুরু করে লিরার আন্তর্জাতিক বাজারমূল্য।