গৃহক্রয়ে বেতনের ৭ গুণ বেশী অর্থ ঋনগ্রহনের সুযোগ

মর্গেজ ঋনদাতা হ্যাবিশিও গৃহঋন গ্রহীতাদের বেতনের চেয়ে ৭ গুন বেশী অর্থ ঋনগ্রহনের সুযোগ দিচ্ছে। এই অর্থ প্রচলিত আয়সীমার তুলনায় অনেক বেশী। একটি সম্পত্তি ক্রয় যাদের ক্ষমতার বাইরে বলে মনে করছেন, তাদের সুযোগ দিতে এমনটি করছে হ্যাবিশিও। ইন্ডাষ্ট্রিতে বেতনের ৪/৫ গুন বেশী অর্থ ধার দেয়ার নিয়ম রয়েছে। এক্ষেত্রে বেশী সংখ্যক আগ্রহী লোক সম্পত্তি ক্রয়ে সক্ষম হবেন বলে তাদের ধারনা। তবে এ ধরনের উদার শর্ত শুধুমাত্র ঐসব ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে, যাদের ক্ষেত্রে চলতি বছরে চালু কোম্পানীর ‘ফিক্সড্-ফর-লাইফ’ অর্থ্যাৎ ‘আজীবন নির্ধারিত’ মর্গেজসমূহ গ্রহণ প্রযোজ্য হবে। তারা ৪০ বছরব্যাপী মাসিক একই ধরনের অর্থ পরিশোধ করে যাবেন। যুক্তরাজ্যে সাধারনত: বেতনের ৪.৫ গুণ ‘ইনকাম মাল্পিটল’…

Want to read more?

Please register/login to get premium access on website, smartphone and apps.
Register Login

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button