সিলেটে পালিত হচ্ছে ঈদুল আযহা
সারা দেশের মতো ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীরর্যের মধ্য দিয়ে সিলেটেও পালিত হচ্ছে ঈদুল আযহা। অনুকূল আবহাওয়ার কারণে সকাল থেকেই নগরী ও এর আশপাশের ঈদগাহসহ বিভিন্ন মাঠে ময়দানে যেখানে যেখান ঈদের জামাত অনুষ্ঠিত হয় ছিলো মুসল্লিদের উপছে পড়া ভীড়। সবার মাঝেই ছিলো সালাত শেষে যতো তাড়াতাড়ি সম্ভব নিজেদের কুরবানীর পশু কুরবানী করা।
নগরীর প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহে। দ্বিতীয় বৃহত্তম জামাত হয় ঐতিহ্যবাহী সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে। প্রতিবারের মতো এবারো এখানে জামাতের আয়োজন করে আঞ্জুমানে খেদমতে কুরআন।
এছাড়া দরগাহ হযরত শাহজালাল (রঃ) মসজিদ, কুদতর উল্লাহ জামে মসজিদসহ নগরী ও আশপাশের বিভিন্ন মাঠে ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।