কভিড-১৯ সংক্রমণ
এনএইচএস’র প্রায় ৩০ হাজার কর্মী অনুপস্থিত
কভিডের কারণে ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের (এনএইচএস) প্রায় ৩০ হাজার কর্মী হাসপাতালগুলোতে অনুপস্থিত রয়েছেন। এটি আগের সপ্তাহের তুলনায় ২৬ শতাংশ কম। বৃটিশ সংবাদ সংস্থা পিএ মিডিয়ার বরাত দিয়ে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছেন। এতে বলা হয়, ১৬ জানুয়ারির তথ্য অনুসারে এনএইচএসের মোট ২৯ হাজার ৫১৭ জন কর্মী কভিড-১৯ জনিত কারণে হাসপাতালগুলোতে অনুপস্থিত রয়েছেন। তবে আগের সপ্তাহের তুলনায় সংখ্যাটা কিছুটা স্বস্থির।
আগের সপ্তাহে কভিড-১৯ জনিত অনুপস্থিতি ছিল ৪০ হাজার ৩১ জনে। যা পরের সপ্তাহে নেমে আসে ২৬ শতাংশে। অনুপস্থিত কর্মীর সংখ্যা ডিসেম্বরের তুলনায় এখনো দ্বিগুণের বেশি। ডিসেম্বরের শুরুতে কভিডের কারণে অনুপস্থিত ছিল ন্যাশনাল হেলথ সার্ভিসের ১২ হাজার ৫০৮ জন কর্মী। এনএইচের স্টাফদের মধ্যে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং যারা আইসোলেশনে আছেন, তাদের সর্বমোট সংখ্যা এটি। এনএইচএস হাসপাতালের স্টাফদের মধ্যে করোনা আক্রান্ত এবং আইসোলেশনে থাকা কর্মীর সংখ্যা কয়েক সপ্তাহে কমে আসছে। এই কমার চিত্র ইংল্যান্ডের সব এলাকাতেই।