৫ বছর আইনী লড়াই শেষে নাগরিকত্ব পুনরুদ্ধার করলেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক
২০১৭ সালে সরকার কর্তৃক রাষ্ট্রহীন হওয়া যুক্তরাজ্যের জনৈক ব্যক্তি দীর্ঘদিন মামলা লড়ার পর তার নাগরিকত্ব পুনরুদ্ধারে সক্ষম হয়েছেন। আদালতের ডকুমেন্টে ই-থ্রি হিসেবে উল্লেখিত ৪০ বছর বয়সী এই ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেয়া হয় ২০১৭ সালে। তার মেয়ের জন্মের সংবাদ পেয়ে বাংলাদেশে চলে যাওয়ার পর পরই যুক্তরাজ্য সরকার তার মায়ের ঠিকানায় নাগরিকত্ব থেকে তার বঞ্চিত হওয়ার আদেশ সম্বলিত চিঠি প্রেরণ করে। উক্ত ডকুমেন্টে অভিযোগ করা হয় যে, ই-থ্রি একজন ইসলামী চরমপন্থী, যিনি সন্ত্রাসমূলক কর্মকান্ডে অংশগ্রহনের জন্য বিদেশ ভ্রমনের চেষ্টা করেন। বলা হয়, তিনি জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি এবং তাকে ব্রিটেনে ফিরতে দেয়া যাবে না। তার আইনজীবিদের এমন কোন প্রমানাদি প্রদান করা হয়নি…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login