অক্টোবর-ডিসেম্বরে ভিসার মুনাফা ৩৯৬ কোটি ডলার

কভিডের বিপর্যয় কাটিয়ে পুনরুদ্ধার হচ্ছে বিশ্ব অর্থনীতি। ভোক্তা ব্যয়ের সঙ্গে বাড়ছে ডিজিটাল পেমেন্টও। ফলে উল্লম্ফন দেখা দিয়েছে ভিসার মুনাফায়। গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মার্কিন আর্থিক পরিষেবা সংস্থাটির মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে ২৭ শতাংশ বেড়েছে।
সান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, অক্টোবর-ডিসেম্বর সময়ে ৩৯৬ কোটি ডলার মুনাফা করেছে ভিসা। শেয়ারপ্রতি এ মুনাফার পরিমাণ ১ ডলার ৮১ সেন্ট। যেখানে আগের বছরের একই সময়ে সংস্থাটির মুনাফার পরিমাণ ছিল ৩১৩ কোটি ডলার কিংবা শেয়ারপ্রতি ১ ডলার ৪২ সেন্ট। মুনাফার ক্ষেত্রে সংস্থাটি ওয়াল স্ট্রিটের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।
চতুর্থ প্রান্তিকে ৭০০ কোটি ডলারেরও বেশি আয় করেছে ভিসা। প্রান্তিক ভিত্তিক আয়ের এ পরিমাণ সংস্থাটির ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ। সংস্থাটির বেশির ভাগ আয় এসেছে গত প্রান্তিকে পেমেন্ট নেটওয়ার্কে রেকর্ড পরিমাণ ব্যয় থেকে। এ সময়ে ভিসা পেমেন্টে লেনদেনের পরিমাণ ১৭ শতাংশ বেড়ে ৩ লাখ ৬৩ হাজার কোটি ডলারে পৌঁছেছে। ক্রেডিট ও ডেবিট কার্ড কিংবা ডিজিটাল পেমেন্টে প্রতিটি লেনদেনের বিপরীতে নির্দিষ্ট ফি নেয় ভিসা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button