আশ্রয়প্রার্থীদের গৃহসংস্থান নিয়ে সমালোচনার মুখে হোম অফিস
ব্রিটিশ সরকার স্বীকার করেছে আফগানিস্তান ও অন্যান্য দেশ থেকে আগত শরণার্থী আশ্রয়প্রার্থীদের হোটেল সমূহে ঠাঁই প্রদানে তারা ৪.৭ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে। এই অর্থের পরিমাণ পূর্বে উল্লেখিত অর্থের চেয়ে চারগুণ বেশি। শরণার্থী সংক্রান্ত সংগঠনগুলো গত বছর আফগানিস্তান থেকে যুক্তরাজ্য নিয়ে আসা শরনার্থীদের জন্য স্থায়ী বাড়ির অনুসন্ধানে ধীর গতির সমালোচনা করেছে। প্রচারকারীরা অব্যাহতভাবে এই বলে সতর্ক করেছে যে, ব্যয় ছাড়াও হোটেলগুলো পরিবারগুলোকে দীর্ঘ মেয়াদে ঠাঁই প্রদানের জন্য অনুপযুক্ত জায়গা। সম্প্রতি ডেপুটি পারমান্যান্ট ট্রিশিয়া হায়েস হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটিকে বলেন যে, আশ্রয়প্রার্থীদের আবাসনে হোটেলের বিল অঃ বাবদ দৈনিক ১.২ মিলিয়ন পাউন্ড খরচ হচ্ছে ।এরপরই হোম অফিস নীতির খরচটি ব্যাখ্যা করে। ডিপার্টমেন্ট বলেছে,…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login