টেসকোর ১৬০০ কর্মসংস্থান কমতে পারে
দোকান ও গ্যাস স্টেশন পরিবর্তন করেছে ব্রিটিশ সুপারমার্কেট চেইন টেসকো। এতে প্রায় ১ হাজার ৬০০ জন কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাজ্যের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি দোকানে ওভারনাইট শেলফ-স্ট্যাক কাজ বন্ধ ঘোষণা করা হয়। এদিকে টেসকো জানিয়েছে, ৩৬টি গ্যাস স্টেশনে রাতে ‘পে অ্যাট পাম্প’ ব্যবস্থা করা হবে। ফলে প্রতিষ্ঠানের অনেক কর্মীই কাজ হারানোর শঙ্কায় রয়েছেন।
টেসকো এক বিবৃতিতে জানায়, এর ডিসকাউন্ট সুপারমার্কেট শাখা জ্যাক’স বন্ধের পরিকল্পনা করা হচ্ছে। শাখাটির ১৩টির মধ্যে সাতটি দোকান চিরতরে বন্ধ ঘোষণা করা হবে। বাকি ছয়টি টেসকোর অধীনেই ক্ষুদ্র দোকান হিসেবে থাকবে। এছাড়া প্রায় ৩০০টি দোকানে মাংস, মাছ ও ডেলি কাউন্টার বন্ধের ঘোষণা করেছে টেসকো।
এ বিষয়ে টেসকোর যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জেসন ট্যারি জানান, মহামারীর প্রাদুর্ভাবের সময় থেকেই ভোক্তাদের কেনাকাটা করার অভ্যাসে পরিবর্তন এসেছে। টেসকোর শেয়ারহোল্ডারদের প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি অর্থবছরের জন্য ৩৫০ কোটি ডলার মুনাফার সম্ভাবনা রয়েছে।