ইরান সফরে নিষেধাজ্ঞা তুলে নিল ব্রিটেন
ব্রিটিশ নাগরিকদের ওপর থেকে ইরান সফরের নিষেধাজ্ঞা বাতিল করেছে লন্ডন। একইসঙ্গে ব্রিটেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ধাপে ধাপে সম্পর্ক বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে।
ব্রিটিশ নাগরিকদের ইরান সফর না করার জন্য হুঁশিয়ার করে এতদিন যে সতর্ক বার্তা ছিল ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তা পরিবর্তন করা হয়েছে। এখন শুধু আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তসহ ইরানের পূর্বাঞ্চল ভ্রমণের বিষয়ে ব্রিটিশ নাগরিকদের জন্য সতর্কবার্তা রয়েছে।
এ ছাড়া, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগও বুধবার ব্রিটিশ কমন সভায় ইরান ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের ইতিবাচক পদক্ষেপে ব্রিটেন সাড়া দেবে এবং ধাপে ধাপে ইরানের সঙ্গে তার দেশ সম্পর্কের উন্নয়ন ঘটাতে প্রস্তুত রয়েছে।
এর আগে, গত ৪ জুলাই সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র বলেছেন, ড. হাসান রুহানি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটা সুযোগ এসেছে। ব্রিটিশ সরকারকে এ সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।