অনলাইন সম্মেলনে চমস্কি
ভারতে প্রাণঘাতী রূপ নিয়েছে ইসলামবিদ্বেষ
কাশ্মীরের অবস্থা অধিকৃত ফিলিস্তিনের মতোই
বিশ্বখ্যাত চিন্তাবিদ এবং লেখক অধ্যাপক নোয়াম চমস্কি বলেছেন যে, ভারত সরকার তার ‘সবচেয়ে প্রাণঘাতি উপায়ে’ ইসলামবিদ্বেষ প্রদর্শন করছে এবং কার্যকরভাবে দেশের ২৫ কোটি মুসলিমকে নিপীড়িত সংখ্যালঘুতে পরিণত করেছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ভিত্তিক পরামর্শক সংস্থা ‘ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল (আইএএমসি)’ আয়োজিত ‘ভারতে ঘৃণামূলক বক্তৃতা এবং সহিংসতা’ শীর্ষক অনলাইন সম্মেলনে তিনি এই কথা বলেন। চমস্কি বলেন, ‘মোদি সরকার পরিকল্পিতভাবে ধর্মনিরপেক্ষ ভারতীয় গণতন্ত্রকে ভেঙে ফেলছে এবং দেশটিকে একটি হিন্দু জাতি-গোষ্ঠীতে পরিণত করছে, প্রায় ২৫ কোটি মুসলিম নির্যাতিত সংখ্যালঘুতে পরিণত হচ্ছে।’
ভারতে মুসলিম ছাত্রীদের হিজাব পরার নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-এর ইমেরিটাস প্রফেসর চমস্কি বলেন, ‘(ভারতে) আক্রমণ স্বাধীন চিন্তাধারা এবং শিক্ষা ব্যবস্থার ওপর সাধারণ আক্রমণসহ অন্যান্য রূপও নিচ্ছে, প্রাথমিকভাবে মুসলিম ছাত্রদের দিকে পরিচালিত।’ তিনি উল্লেখ করেন, ‘পশ্চিম জুড়ে ইসলাম বিদ্বেষের বিকার বাড়ছে, এটি সবচেয়ে মারাত্মক আকার ধারণ করছে ভারতে।’
চমস্কি আরও বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী শাসন ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে তীব্রভাবে অপরাধ বাড়িয়ে দিয়েছে। এবং ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরকে অধিকৃত ফিলিস্তিনের সাথে তুলনা করে তিনি বলেন, ‘কাশ্মীরে ভারতের ভয়ঙ্কর অপরাধ মোদির ডানপন্থী হিন্দু-জাতীয়তাবাদী শাসনের দ্বারা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। কাশ্মীর এখন কঠোর সামরিক নিয়ন্ত্রণের অধীনে নিষ্ঠুরভাবে অধিকৃত একটি অঞ্চল, যা কিছু দিকে থেকে অধিকৃত ফিলিস্তিনের মতো।’
চমস্কি বলেন, দক্ষিণ এশিয়ার পরিস্থিতি বিশেষ করে বেদনাদায়ক, যা ঘটছে তার কারণে নয়, বরং যা ঘটছে না তার কারণেও। তিনি বলেছেন যে, পরিবেশগত অবক্ষয় এবং ধ্বংস অদূর ভবিষ্যতে এই অঞ্চলটিকে বসবাসের অযোগ্য করে তুলবে।