সাবধান থাকাসহ করোনা বিধিনিষেধ মেনে চলতে হবে
ইংল্যান্ডে করোনার নতুন ভ্যারিয়েন্ট ডেলটাক্রন
করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণ বর্তমানে অনেকটাই আয়ত্বে। এমন অবস্থায় ডেলটাক্রনের দেখা মিলেছে ইংল্যান্ডে। আর নতুন ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তিত বিশেষজ্ঞেরা। সাধারণ মানুষকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার কথা, ওমিক্রনের সাব ভ্যারিয়্যান্ট নিয়ে আরও সতর্ক থাকা প্রয়োজন। হাইব্রিড ভ্যারিয়েন্ট ডেলটাক্রন। অর্থাৎ দু’টি ভ্যারিয়েন্ট ডেলটা এবং ওমিক্রনের মিশ্রণে তৈরি। এতে দু’টি চরিত্রই বিদ্যমান।
ইংল্যান্ডের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (এইচএসএ) জানিয়েছে, দেশের একটি গবেষণাগারে নমুনা পরীক্ষা করতে গিয়ে ধরা পড়েছে এটি। মিউট্যান্ট হাইব্রিড-টিকে নজরে রাখার কাজ শুরু হয়ে গেছে। ডেলটাক্রনের আবির্ভাব নিয়ে মুখ খুললেও নতুন এই ভ্যারিয়েন্টটি ঠিক কতটা বিপজ্জনক, সে নিয়ে কিছু জানায়নি এইচএসএ। অর্থাৎ এর সংক্রমণ ক্ষমতা কতটা, মারণ ক্ষমতাই বা কেমন, তা নিয়ে মুখ খোলেনি তারা। এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ঘটিয়েছে ডেলটা স্ট্রেন। এর প্রভাবে দ্বিতীয় ঢেউ আসে।
উল্টো দিকে, ওমিক্রন সবচেয়ে বেশি সংক্রামক স্ট্রেন। এটি ডেকে এনেছে তৃতীয় ঢেউ। এটি সংক্রমণ ক্ষমতা ভয়াবহ হলেও মৃত্যুসঙ্কট কম ছিল। দুই ভ্যারিয়েন্টের মিশ্রণে তৈরি নতুন ভ্যারিয়েন্ট ডেলটাক্রন বিজ্ঞানীদের কপালে ভাঁজ ফেলেছে। ইংল্যান্ডের এইচএসএ অবশ্য এখনও ডেলটাক্রন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য পেতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। তবে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে এবং করোনা সম্পর্কিত বিধিনিষেধ মেনে চলতে হবে।