ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ১০ পাউন্ড করছে এমঅ্যান্ডএস
শ্রম ঘাটতি মোকাবেলায় কর্মীদের মজুরি বাড়াতে চলেছে মার্কস অ্যান্ড স্পেনসার (এমঅ্যান্ডএস)। ব্রিটিশ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটির কর্মীদের ন্যূনতম বেতন ঘণ্টাপ্রতি ১০ পাউন্ড হচ্ছে। আগামী এপ্রিলে ৫ শতাংশ বেতন বাড়ানোর এ হার কার্যকর হবে। পাশাপাশি কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। এমঅ্যান্ডএস জানিয়েছে, যুক্তরাজ্যে ৪০ হাজারের বেশি কর্মীর ন্যূনতম বেতন বেড়ে ১০ পাউন্ডে উন্নীত হবে। লন্ডনের কর্মীদের এ হার হবে ঘণ্টায় ১১ পাউন্ড ২৫ সেন্ট।