রেকর্ড মূল্যবৃদ্ধি
লন্ডনে বাড়ির গড়মূল্য ৫ লাখ ২১ হাজার পাউন্ড
লন্ডনে বাড়ির বার্ষিক মূল্যবৃদ্ধি গত বছরের ডিসেম্বরে ৫.৫ শতাংশ ছিল। এতে বাড়ির গড়মূল্য দাঁড়ায় রেকর্ড পরিমান ৫ লাখ ২১ হাজার ১৪৬ পাউন্ড। ল্যান্ড রেজিষ্ট্রি’র ডাটা অনুসারে, রাজধানীর প্রোপার্টি মার্কেট তখনো ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছিলো। মহামারির অধিকাংশ সময়ব্যাপী দেশের অন্যান্য এলাকা এদিক দিয়ে পিছিয়ে ছিলো। অনেক ক্রেতা গ্রামীন এলাকায় বড়ো পরিসরের বাড়িঘর খুঁজতে থাকায় এমনটি ঘটে। লকডাউনকালে নগরীর অভ্যন্তরের ফ্লাটের চেয়ে ঐসব গ্রামীন বাড়িঘরের দিকে ঝুঁকতে দেখা যায় ক্রেতাদের। চ্যান্সেলর ঋষি সুনাকের স্টাম্প ডিউটি মওকুফের প্রভাবও বেশী অনুভূত হয় রাজধানীর বাইরের এলাকাসমূহে। ডিসেম্বর মাসে বাড়িঘরের ০.২ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটে লন্ডনে। সমগ্র যুক্তরাজ্যে সেটা ছিলো ০.৮ শতাংশ। ইংল্যান্ডে ছিলো ১.১ শতাংশ। তবে…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login