জাপানে টর্নেডো ‘উইপা’র আঘাতে নিহত ১৪
জাপানের রাজধানী টোকিওতে শক্তিশালী টর্নেডো ‘উইপা’ এর আঘাতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। মঙ্গলবার টোকিওর দক্ষিণে ইজু ওশিমা দ্বীপে আঘাত হানা এ টর্নেডোতে ব্যাপক ঘরবাড়ি ধ্বংস ও ভূমিধস দেখা দেয়। খবর বিবিসি।
জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, নিহতদের মধ্যে অধিকাংশেই ভবন ধসে মারা যায় এবং ২ জনের মৃত দেহ নদীত পাওয়া যায়। দেশটির ভূমিকম্প কর্মকর্তা হিরোয়োকি উচিদা বলেন, টোকিওর ক্যান্টো এলাকায় এটিই হচ্ছে দশবছরের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন। এদিকে টাইফুন ‘উইপা’র কারণে টোকিওতে দেশীয় ও আন্তর্জাতিক রুটের বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।