হিথরো বিমানবন্দরে যাত্রীসংখ্যা ৪৯ বছরের মধ্যে সর্বনিম্ন
২০২১ সালে হিথরো বিমানবন্দর দিয়ে ১ কোটি ৯৪ লাখ যাত্রী ভ্রমণ করেছে। এ সংখ্যা ৪৯ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর বিমানবন্দরটি কর-পূর্ববর্তী ১৮০ কোটি পাউন্ড লোকসানের মুখোমুখি হয়েছে। ব্রিটিশ বিমানবন্দরটি জানিয়েছে, যাত্রী সংখ্যা কমে যাওয়ায় লোকসান কাটিয়ে উঠতে এয়ারলাইনসগুলোকে আরো বেশি চার্জ করতে হবে। মহামারী চলাকালীন ক্রমবর্ধমান লোকসান ৩৮০ কোটি পাউন্ডে পৌঁছেছে। কভিডজনিত ভ্রমণ নিষেধাজ্ঞা, কভিড পরীক্ষা ও কোয়ারেন্টিন প্রয়োজনীয়তার কারণে এমন লোকসানে পড়ে হিথরো। এটিই একমাত্র ইউরোপীয় হাব, যেখানে যাত্রী সংখ্যা গত বছর কমে গেছে। ১৯৭২ সালে সর্বশেষ এ সংখ্যা দেখা গিয়েছিল।