কূটনৈতিক উপায়ে সঙ্কট সমাধানের আহ্বান ন্যাটো মহাসচিবের

ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ কূটনৈতিক উপায়ে ইউক্রেন সঙ্কট সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আলাপ-আলোচনার মাধ্যমেই সৃষ্ট সমস্যার সমাধান সম্ভব। এদিন এস্তোনিয়া ও বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে এস্তোনিয়ার এক সামরিক ঘাঁটি পরিদর্শন করেন ন্যাটো মহাসচিব। পরে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে মহাসচিব রাশিয়াকে সামরিক অভিযান বন্ধ এবং ইউক্রেন থেকে সবসেনা সরিয়ে নিয়ে কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, ইউক্রেনে রুশ সামরিক অভিযানের প্রেক্ষিতে ৩০টি জায়গায় ১০০টি ন্যাটো বিমান উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। বাল্টিক থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ১২০টি যুদ্ধ জাহাজ মোতায়েন রয়েছে। তবে রাশিয়ার সঙ্গে সংঘর্ষে জাড়াবে না ন্যাটো।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button