ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের প্রস্তাবিত ক্ষমতার বিরুদ্ধে ভোট
যুক্তরাজ্যের হাউস অব লর্ডস লোকজনের নাগরিকত্ব বাতিলের ক্ষমতা বৃদ্ধির জন্য সরকারের আনীত একটি বিলের বিপক্ষে ভোট দিয়েছে। হাউস অব লর্ডসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মুসলিম ক্যাম্পেইনাররা। সম্প্রতি পার্লমেন্টের উচ্চ কক্ষে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট প্রদত্ত ২০৯ ভোটের মধ্যে যুক্তরাজ্যের ন্যাশনালিটি এন্ড বোর্ডার্স বিলের ৯নং অনুচ্ছেদ অপসারনের পক্ষে ভোট পড়ে ১৭৩ টি। এছাড়া এতে আশ্রয় পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করার একটি প্রস্তাব ও প্রত্যাখ্যান করা হয়েছে। এতে আশ্রয় প্রার্থীরা নিষিদ্ধ পথে যুক্তরাজ্যে প্রবেশ করেছে কিম্বা নিষিদ্ধ নয় এমন পথে এসেছে কি-না, এমন দু’টি বিভক্তির প্রস্তাব রয়েছে এই বিলে। এছাড়া অনুমতি ছাড়া যুক্তরাজ্যে প্রবেশকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনার ও…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login