যুক্তরাজ্যে রেকর্ড উচ্চতায় বাড়ি ভাড়া
যুক্তরাজ্যে প্রতি মাসে গড় বাড়ি ভাড়া ১ হাজার পাউন্ডের রেকর্ড ছাড়িয়েছে। এ ব্যয় এরই মধ্যে জীবনযাত্রার সংকটের মুখোমুখি হওয়া ব্রিটিশ পরিবারগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। বাড়ি ভাড়ার তথ্য সরবরাহকারী সংস্থা হোমলেট এ তথ্য জানিয়েছে।
হোমলেটের তথ্য অনুসারে, ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যে বাড়ি ভাড়ার গড় ১ হাজার ৬৯ পাউন্ডে উন্নীত হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ গড় ভাড়ার হার ৮ দশমিক ৬ শতাংশ বেশি। সে সময় মাসিক গড় বাড়ি ভাড়া ছিল ৯৮৪ পাউন্ড। তবে স্থানভেদে ভাড়ার এ হারে ব্যাপক তারতম্য দেখা গেছে। দক্ষিণ-পূর্ব ও ইংল্যান্ডে পূর্বে মাসিক ভাড়া হাজার পাউন্ডের ওপরে উঠে গেছে। বৃহত্তর লন্ডনের বাড়ি ভাড়ার গড় ১১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫৭ পাউন্ডে পৌঁছেছে, যেখানে দক্ষিণ-পশ্চিমের ভাড়াটিয়ারা প্রতি মাসে গড়ে ৯৯৯ পাউন্ড বাড়ি ভাড়া দেয়।
দাতব্য সংস্থা শেল্টারের প্রচারাভিযান বিভাগের পরিচালক ওসামা ভুট্টা বলেন, আবাসন ব্যয় বাড়ার ফলে ব্রিটিশদের অন্যান্য ব্যয় কমিয়ে দিতে হচ্ছে। বেশির ভাগ মানুষের জন্যই বাড়ি ভাড়া বড় একটি মাসিক খরচ হয়ে দাঁড়িয়েছে। আমাদের জরুরি হেল্প লাইনে এমন লোকদের কাছ থেকে কলের পর কল আসছে, যারা এখনো বুঝে উঠতে পারছে না যে কীভাবে পর্বতসম ভাড়া পরিশোধ করবেন। নিম্ন আয়ের লোকেরা এমন কঠিন চাপে পড়ে যাচ্ছে যে বাড়ি ভাড়া দেয়ার পর তাদের হাতে কিছুই অবশিষ্ট থাকছে না। এ অবস্থায় তারা এখন উচ্ছেদ ও গৃহহীন হওয়ার ঝুঁকির মুখে পড়েছে।