উবারের ভাড়া বাড়ছে ১৪ মার্চ থেকে
সোমবার রাত থেকে যুক্তরাজ্যে উবারের ভাড়া অনেকটাই বৃদ্ধি পবে। অ্যাপের মাধ্যমে রাইড বুকিংয়ের ক্ষেত্রে ২০ শতাংশ ভ্যাট প্রযোজ্য হওয়ায় এই ভাড়াবৃদ্ধি ঘটছে। গত ডিসেম্বর মাসে হাইকোর্টের দেয়া এক রুলিংয়ের পর এই পরিবর্তন আসছে। হাইকোর্টের রুলিংয়ে বলা হয় উবারকে শুধুমাত্র একটি এজেন্ট হিসাবে গন্য করা যাবে না, এটাকে কন্ট্রাক্টর হিসেবে বিবেচনা করা উচিত।
উবার বলেছে, ভাড়া বাড়াতে হবে। অতিরিক্ত ভ্যাট শুধু ভাড়ায় আরোপ করা হবে এবং তা যাত্রীর কাছে প্রদর্শিত হবে না। জনৈক মুখপাত্র বলেন, এটা প্রতীয়মান যে, উবার কিছু ভাড়ায় কার্যকরভাবে ভর্তুকি দিতে পারে। আর বিভিন্ন নগরীতে ভাড়ার তারতম্য হতে পারে।
অ্যাপ ব্যবহারকারীদের শর্তাবলীর পরিবর্তনের বিষয়ে জানানো হয়েছে, যার মানে হচ্ছে, যাত্রীরা সরাসরি উবারের সাথে চুক্তি করবে, চালকের সাথে নয়। এটা কার্যকর হবে সোমবার রাত ১১ টা ৫৯ মিনিট থেকে।
মুখপাত্র আরো বলেন, মূল বা আদি রুলিং শুধুমাত্র উবারের লন্ডনের বিশাল মার্কেটে প্রযোজ্য হবে। আর পরিবর্তনসমূহ প্রযোজ্য হবে দেশব্যাপী। অন্যান্য অপারেটরদের আইনানুসারে লন্ডনের মামলা অনুসরণ করতে হবে, যদিও তারা এখনো তাদের পরিকল্পনাসমূহ নিশ্চিত করেনি। উবারের মুখপাত্র আরো বলেন, আমরা আইন অনুযায়ী আমাদের ব্যবসার মডেল বা আদর্শে পরিবর্তন এনেছি। লন্ডনের অন্যান্য অপারেটরদেরও সংশ্লিষ্ট আইন মেনে তাদের মডেলসমূহে পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, উবার একটি তীব্র প্রতিযোগিতাপূর্ন বাজারে তার কার্যক্রম পরিচালনা করছে এবং আমরা কাস্টমারদের একটি সাধ্যসীমার মধ্যে মূল্য প্রদানের সুবিধা দিয়ে থাকি। বরাবরের মতোই রাইডাররা তাদের যাত্রার বুকিংয়ের পূর্বে একটি ট্রিপ প্রাইস পাবেন।
ব্রিটেনে একটি মামলায় বিচারকেরা উবারের স্ট্যাটাস সম্পর্কে প্রাথমিকভাবে উপরোক্ত অভিমত প্রদান করেন। এই মাল্টিন্যাশনাল কোম্পানী একটি রায়ের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ন হয়, যে রায়ে উবার চালকদের অধিকারপ্রাপ্ত শ্রমিক হিসেবে ঘোষনা করা হয়।