১২ হাজার কর্মী নেবে হিথরো বিমানবন্দর
কভিড-১৯ মহামারীর ক্ষতি কাটিয়ে পুনরুদ্ধার হচ্ছে উড়োজাহাজ পরিবহন খাত। গ্রীষ্মকালীন ছুটি সামনে রেখে আন্তর্জাতিক ভ্রমণ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের বৃহত্তম বিমানবন্দর হিথরো কর্মী বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। গ্রীষ্মকালীন ছুটিতে যাত্রী ভিড় সামলাতে ১২ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে হিথরো।
গত মাসে হিথরো বিমানবন্দরে যাত্রী সংখ্যা মহামারীপূর্ব সময়ের প্রায় অর্ধেক ছিল। হিথরোর পূর্বাভাস থেকেও ১৫ শতাংশ কম ছিল বিমানবন্দরটিতে যাত্রীর সংখ্যা। ফেব্রুয়ারিতে বিমানবন্দরটিতে যাত্রী সংখ্যা ছিল মাত্র ২৮ লাখ।
এ বিষয়ে হিথরোর প্রধান নির্বাহী কর্মকর্তা জন হল্যান্ড কে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও কভিড মহামারীতে উড়োজাহাজ পরিবহন খাত পুনরুদ্ধারে ভাটা পড়ে। তবে আসন্ন গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ভোক্তা চাহিদা পূরণের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।
হিথরো জানিয়েছে, গ্রীষ্মকালে ব্যস্ততম সময় কাটে বিমানবন্দরের। আসন্ন গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে যাত্রী সংখ্যা প্রাক-কভিড সময়ের ৮৫ শতাংশে পৌঁছবে বলে আশা করছে সংস্থাটি। ভিড় সামলাতে আরো ১২ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি চলতি বছর জুলাইয়ের আগেই চতুর্থ টার্মিনালটি আবারো চালুর পরিকল্পনা করছে হিথরো।
এ বছরের শুরু হিথরোর জন্য আশানুরূপ হয়নি। ওমিক্রনের আশঙ্কায় বিমানবন্দরটির পুনরুদ্ধার পথে বাধা তৈরি হয়। গত বছর হিথরোর যাত্রী সংখ্যা ছিল ১ কোটি ৯৪ লাখ, যা প্রায় গত ৫০ বছরের সর্বনিম্ন। ওই বছর হিথরোর করপূর্ব লোকসান দাঁড়ায় ১৮০ কোটি পাউন্ড।