কভিডজনিত সব ভ্রমণ বিধি তুলে দিচ্ছে যুক্তরাজ্য
কভিডজনিত সব বিধিনিষেধ তুলে দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। আগামীকাল শুক্রবার ভোর ৪টা থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে। ইস্টার সানডের স্কুল ছুটিতে যাওয়া সহজ করতে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। যুক্তরাজ্যে বর্তমানে বিদ্যমান থাকা ভ্রমণ বিধির মধ্যে রয়েছে যাত্রার আগে যাত্রী লোকেটর ফরম পূরণ, টিকা না নেয়া ব্যক্তিদের দেশটিতে যাওয়ার আগে ও পরে কভিড-১৯ পরীক্ষা করা। ব্রিটিশ পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস বলেন, এ পরিবর্তনের ফলে লোকেরা পুরনো দিনের মতোই ভ্রমণ করতে পারবে।
ভার্জিন আটলান্টিক ও ব্রিটিশ এয়ারওয়েজের মতো যুক্তরাজ্যের উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলো এ খবরকে স্বাগত জানিয়েছে। সংস্থাগুলো কিছু রুটে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তাও সহজ করতে শুরু করেছে।
এদিকে সম্প্রতি প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুসারে, হাসপাতালগুলোয় কভিড সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ছে। যদিও এটি জানুয়ারিতে রেকর্ড করা সর্বোচ্চের নিচে রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, সংক্রমণের বৃদ্ধি প্রত্যাশিত ছিল। কারণ ২৪ ফেব্রুয়ারি কভিডজনিত সব ঘরোয়া বিধিনিষেধ তুলে দেয়ার পর লোকেরা আরো বেশি সামাজিক হয়ে উঠেছে।