সউদী আরামকোর নিট আয় ১১০ বিলিয়ন ডলারে উন্নীত

আরামকো হলো সউদী আরবের সোনার ডিম দেয়া হাঁস। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, আরামকোর নিট আয় ২০২০ সালে ৪৯ বিলিয়ন ডলার থেকে ১২৪ শতাংশ বেড়ে ২০২১ সালে ১১০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। করোনা ভাইরাস মহামারীর কারণে ২০২০ সালে পুরো বিশ্বের অর্থনীতিতে যখন মন্দার হাওয়া তখন সউদী আরামকোর মুনাফাও খাড়া নেমে গিয়েছিল। কিন্তু পরের বছরই কোম্পানিটি ঘুরে দাঁড়ায়। মহামারির ধাক্কা কাটিয়ে অনেক দেশ নিজেদের অর্থনীতির চাকা সচল করলে তেলের চাহিদা বাড়ে। ফলে ২০২১ সালে তেলের দাম আবার এক লাফে অনেকটা বেড়ে যায়। সউদী আরামকোর মুনাফা দ্বিগুণ হয়।
সউদী আরামকো জানিয়েছে, তারা এ বছর তাদের মূলধন ব্যয় বাড়িয়ে ৪৫ থেকে ৫০ বিলিয়ন মার্কিন ডলার করার পরিকল্পনা করেছে। যেটা ভবিষ্যতে আরো বাড়ানো হবে। গত বছর তাদের মূলধন ব্যয় ছিল প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলার। কোম্পানির পক্ষ থেকে আরো বলা হয়, ২০২৭ সাল পর্যন্ত তারা প্রতিদিন গড়ে এক কোটি ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করবে। গত মাসেও কোম্পানিটি প্রতিদিন এক কোটি ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছে। ২০৩০ সালের মধ্যে তারা তাদের প্রাকৃতিক গ্যাসের উৎপাদনও ৫০ শতাংশের বেশি বাড়ানোর ঘোষণা দিয়েছে।
২০১৭ সালে মোহাম্মদ বিন সালমান যুবরাজ হিসেবে দায়িত্ব গ্রহণের পর সউদী আরব তার তেল-প্রধান অর্থনীতিতে বৈচিত্র্য আনার চেষ্টা করছে। বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারকদের মধ্যে আরামকো একটি। সউদী আরব ফেব্রুয়ারিতে আরামকোর শেয়ারের ৪ শতাংশ, যার মূল্যমান ৮০ বিলিয়ন ডলার, দেশটির সার্বভৌম সম্পদ তহবিলে স্থানান্তর করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button