ব্রিটেনে ইনকাম ট্যাক্সের হার কর্তনের ঘোষণা
ব্রিটিশ চ্যান্সলর ঋষি সুনাক জ্বালানির মূল্য বৃদ্ধি এবং মূল্যস্ফীতির সাথে খাপ খাওয়াতে পরিবারগুলোকে সহায়তা প্রদানের লক্ষ্যে তিন অংশ বিশিষ্ট একটি ট্যাক্স ব্লুপ্রিন্ট অর্থাৎ করের নীলনকশা প্রকাশ করেছেন। এক্ষেত্রে তিনি ২০২৪ সাল পর্যন্ত ইনকাম ট্যাক্সের মূল হারে ২০ পেন্স থেকে ১৯ পেন্স পর্যন্ত কর্তনের প্রস্তাব করেছেন, এতে বিদ্যমান জীবনযাত্রার ব্যয় সংকট ও দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করা যাবে। চ্যান্সেলর বলেন, ২০২৪ সাল নাগাদ বর্তমান মূল্যস্ফীতি পূর্বাস্থায় ফিরে যাবে। এছাড়া এতে ঋণ টেকসইভাবে হ্রাস পাবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে। ‘অফিস ফর বাজেট রেস্পন্সিবিলিটি’ এমনটি প্রত্যাশা করে। মিঃ সুনাক পার্লামেন্টে বলেন, আমাদের অর্থনৈতিক নীতিমালা একটি স্পষ্ট নিরাপদ মার্কিন বা প্রান্তসীমায় মিলিত হবে। আমি নিশ্চিত…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login