হোম অফিস তার সংস্কৃতি পরিবর্তনে ব্যর্থ হয়েছে
সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে , ব্রিটিশ হোম অফিস উইন্ডরাশ তদন্তের পর তার সংস্কৃতির রূপান্তর এবং অধিকতর সহানুভূতিশীল হওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। স্বাধীন বিশেষজ্ঞ ওয়েন্ডি উইলিয়ামস আবশ্যকীয় সাংস্কৃতিক পরিবর্তনের লক্ষ্যে বাস্তব অগ্রগতি কিংবা প্রচেষ্টার ঘাটতি দেখেছেন হোম অফিসের এ সংক্রান্ত তৎপরতায়।
গত বৃহস্পতিবার ওয়েন্ডি উইলিয়ামস কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে এ বিষয়ে ১৩ বার হতাশার কথা ব্যক্ত করা হয়। হোম অফিসের অগ্রগতি পর্যালোচনা করে উইলিয়ামস্ বলেন যে, যখন এই বিভাগের কর্মকর্তারা কিছু ক্ষেত্রে উইন্ড রাশের ব্যর্থতা নিরসনে উচ্চাভিলাষী সেসব ক্ষেত্রে আবশ্যকীয় সাংস্কৃতিক পরিবর্তনে তাদের বাস্তব অগ্রগতি বা উদ্যোগে ঘাটতি দেখে তিনি হতাশ।
কিভাবে পরিবর্তন করতে হবে সে বিষয়ে পরামর্শ প্রদানের জন্য উইলিয়ামকে নিয়োগ দেয়া হয়। অবশ্য এক্ষেত্রে কিছু ইতিবাচক পদক্ষেপ এর কথা স্বীকার করেন তিনি।
তিনি বলেন, হোম অফিস একটি ‘টিপিং পয়েন্ট’ অর্থাৎ বিপর্যয়কর অবস্থায় উপনীত হয়েছে এবং তাদের কোনো অগ্রগতি নেই এ অবস্থায় তারা আরেকটি সংকটে নিপতিত হওয়ার সমূহ আশঙ্কা দেখা দিয়েছে। আর তার ঘটা এখন সময়ের ব্যাপার মাত্র।
উল্লেখ্য , উইন্ডরাশ স্ক্যান্ডাল বা উইন্ডরাশ কেলেঙ্কারির কারণসমূহ অনুসন্ধানের জন্য ২০১৮ সালে উইলিয়ামসকে একজন স্বাধীন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করা হয়। ইতিপূর্বে যুক্তরাজ্য সরকার ভুলভাবে হাজারো বাসিন্দাকে যুক্তরাজ্যে অবৈধভাবে বসবাসকারী হিসেবে শ্রেণীভুক্ত বা চিহ্নিত করে, যদিও এদের অনেকে পঞ্চাশ ও ষাটের দশকে ক্যারিবীয় দেশগুলো থেকে শিশু অবস্থায় যুক্তরাজ্যে আসে।
ওয়েন্ডি উইলিয়ামস তার ২০২০ সালের রিপোর্টে হোম অফিসের উন্নয়নের জন্য ৩০ টি সুপারিশ তুলে ধরেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এর সবগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন। প্রীতি প্যাটেল হোম অফিসকে একটি অধিকতর সুষ্ঠু ও সহানুভূতিশীল বিভাগ হিসেবে গড়ে তোলা এবং তাদের সংস্কৃতির সম্পূর্ণ রূপান্তরেরও প্রতিশ্রুতি দেন। কিন্তু গত দুই বছরে ৩০টি সুপারিশের মধ্যে মাত্র ৮টি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হয়েছে বলে জানান উইলিয়ামস।