এসেক্সের দেড় হাজার মানসিক রোগীর মৃত্যু নিয়ে তদন্ত হচ্ছে

এসেক্সে এনএইচএস- এর মানসিক স্বাস্থ্য সেবার রোগী থাকাকালীন দেড় হাজার রোগী মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে। ইংল্যান্ডে এধরনের তদন্তের ঘটনা এই প্রথম। ২০০০ এবং ২০২০ সালের মধ্যে সংঘটিত এসব মৃত্যুর ঘটনা ছিলো অপ্রত্যাশিত, অব্যাখ্যাকৃত কিংবা আত্নপীড়নকৃত। যখন তারা এনএইচএস- এর মানসিক সেবার অধীন ছিলেন তখন বছরের পর বছর ধরে নিম্নমানের সেবার ব্যাপারে এনএইচএস মেন্টাল হেলথ্ ট্রাস্ট অব্যাহত অভিযোগের সম্মুখীন হন।
১৫০০টি মামলায় শিশু কিশোর কিশোরী এমনকি বয়স্ক ব্যক্তি অন্তর্ভুক্ত। তারা সবাই অত্যন্ত অরক্ষিত ছিলেন। তাদের মানসিক স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটে যখন তারা মানসিক স্বাস্থ্য কেন্দ্রে ছিলেন কিংবা সেখান থেকে ডিসচার্জ হওয়ার ৩ মাসের মধ্যে।
তদন্তকার্য পরিচালনাকারীদের প্রধান ডাঃ জেরাল্ডিন স্ট্রাথডি বলেন, তিনি ও তার দল এমন কিছু প্রমান সংগ্রহ করেছেন যা দুঃখজনক এবং এগুলোতে এমন অসহানুভূতিশীল আচরনের উদাহরন অন্তর্ভূক্ত, যার দরুন তাদের প্রিয়জনকে মৃত্যুবরন করতে হয়েছে বলে পরিবারগুলো মনে করে।
তদন্তে প্রাথমিকভাবে প্রাপ্ত বিষয়াদি প্রকাশ করে স্ট্রেথডি বলেন, পরিবারগুলো অকল্পনীয় ব্যথা ও মর্মবেদনা ভোগ করেছে এবং বড়ো ধরনের পরিবর্তনের প্রয়োজন ছিলো। তিনি অধুনালুপ্ত নর্থ এবং সাউস এসেক্স মেন্টাল হেলথ্ ট্রাস্ট, এসেক্স পার্টনারশীপ ইউনিভার্সিটি এনএইচএস ট্রাস্ট- এ তিনটি উপর্যুপরি সংঘটিত ব্যর্থতা শনাক্ত করেছেন। এসেক্স পার্টনারশীপ ইউনিভার্সিটি এনএইচএস ট্রাস্ট গঠিত হয় ২০১৭ সালে পূর্বতন ট্রাস্টসমূহ একত্রিতকরনের মাধ্যমে এবং এটাকে বর্তমান ১৫০০ মৃত্যুর বিবরন সরবরাহ করা হয়, যা এখন তদন্তাধীন।
যেসব বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে সেগুলো হচ্ছে, ওয়ার্ডে থাকাবস্থায় রোগীদের শারীরিক, মানসিক ও যৌন নিরাপত্তা। এর সাথে যৌন হয়রানি ও যৌন নির্যাতনের দাবিও অন্তর্ভূক্ত। এছাড়া রোগীদের প্রাপ্ত যত্নের মানের মধ্যে বড়ো ধরনের পার্থক্য, যা স্টাফদের দৃষ্টিভঙ্গী এবং কার্যকর চিকিৎসায় এর ব্যবহার। এছাড়া রোগীদের চিকিৎসার বিষয়ে খুব সামান্য তথ্য প্রদান করা হয়েছে, তাদেরকে চিকিৎসার মেয়াদ ও সুস্থতার সম্ভাবনা সম্পর্কে অবগত করা হয়নি।
২০২১ সালের জানুয়ারী মাসে অনুসন্ধান কমিটি গঠন করা হয়। তৎকালীন মানসিক স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী ন্যাডাইন ডরিস এই কমিটি গঠন করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button