ব্রিটেনে প্রাইভেট ভাড়া বাড়িতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
হাউস অব কমন্স পাবলিক একাউন্টস কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডে প্রতি ৮ টির মধ্যে একটি বাড়ি -এসব প্রাইভেট বাড়িতে বসবাসকারী লোকজনের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকির কারন। কমিটি প্রাইভেট সেক্টরে দ্রুত ভাড়া বৃদ্ধি ও নিম্নমান লক্ষ্য করেছে, যার মানে হচ্ছে, ভাড়াটেদের পক্ষে নিরাপত্তা ও উপযুক্ত বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। কমিটি বলেছে, ওয়ান-রেইটেড শ্রেনীর স্বাস্থ্য বিপত্তি থেকে উদ্ভূত অসুস্থতা ও শারীরিক ক্ষয়ক্ষতি, যার মধ্যে বৈদ্যুতিক ত্রুটি, বিপজ্জনক সিঁড়িপথ, কার্বন মনোক্সাইড লিক হওয়া কিংবা কাঠামোগত দুর্বলতা অন্তর্ভূক্ত, যার জন্য গত বছর এনএইচএস-কে ৩৪০ মিলিয়ন পাউন্ড ব্যয় করতে তথা গচ্ছা দিতে হয়েছে। ইয়র্কশায়ার ও হাম্বারে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে একটি পোস্টকোড লটারীতে প্রায়…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login