গত মাসে হিথরো বিমানবন্দরে সর্বোচ্চ যাত্রী চলাচল
কভিডজনিত বিধিনিষেধ শিথিল হওয়ায় আকাশ ভ্রমণ বাড়তে শুরু করেছে। গত মাসে লন্ডনের হিথরো বিমানবন্দরে যাত্রী সংখ্যা মহামারীর শুরুর পর সর্বোচ্চে পৌঁছেছে। এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্যে কভিডের প্রাদুর্ভাব ও ভ্রমণকারীদের জন্য পরীক্ষার বাধ্যবাধকতার কারণে অবসর ও ব্যবসায়িক ভ্রমণ দুর্বল ছিল। হিথ্রো বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা জন হল্যান্ড-কায়ে বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও ভ্রমণ দুর্বল ছিল। দুই বছর পর অবশেষে বিমানবন্দরটি জীবিত হতে দেখে চমত্কার অনুভূতি কাজ করছে।