ঋণ সংকট কাটিয়ে সচল হলো যুক্তরাষ্ট্র
টানা কয়েকদিনের অচলাবস্থার পর আবারো সচল হচ্ছে যক্তরাষ্ট্র প্রশাসন। দেশটির কংগ্রেস অবশেষে প্রেসিডেন্ট বারাক ওবামার ঋণ চুক্তির বিলে অনুমোদন দিয়েছে। ডেমোক্রেট নিয়ন্ত্রিত দ্বিধাবিভক্ত সিনেটে চুক্তিটি ৮১- ১৮ ভোটে অনুমোদিত হয়। খবর বিবিসি।
এছাড়া বিলটি হাউস অব রিপ্রেজেনটিটিভ এ ২৮৫-১৪৪ ভোটে অনুমোদিত হয়। এ চুক্তি অনুমোদনের ফলে দেশটির সরকারি কমকর্তারা এর অধীনে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত অর্থায়ন পাবেন। এছাড়া যে সমস্ত সরকারী কর্মকর্তারা কাজ থেকে অবসরে গিয়েছিলো তারা আবার কাজে যুগ দেবার সুযোগ পেল। বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্ট বারাক ওবামা বিলটিতে সাক্ষর করেন।