হজযাত্রীদের জন্য ই-রেজিস্ট্রেশন সুবিধা চালু করল সউদী আরব
ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার হজযাত্রীদের জন্য ইলেকট্রনিকভাবে রেজিস্ট্রেশন সুবিধা চালু করেছে সউদী আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (৬ জুন) দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, একটি পোর্টালের মাধ্যমে এ সুবিধা প্রদান করবে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। শুধু তাই নয়, ইলেকট্রনিক রেজিস্ট্রেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের প্যাকেজ, বিভিন্ন ধরনের সেবাসমূহ এবং সপ্তাহে ৭দিন ২৪ ঘণ্টা জুড়ে থাকবে কল সাপোর্ট সুবিধা। যেখানে বিভিন্ন ভাষার মাধ্যমে সেবা দেওয়া হবে।
পোর্টালের মাধ্যমে ইলেকট্রনিক ভিসাও প্রদান করা হবে। যাতে যে কেউ দ্রুত সময়ের মধ্যে হজে যেতে পারেন। যেকোনো হজ যাত্রী www.motawif.com.sa এই পোর্টালে প্রবেশ করে সেবাসমূহ গ্রহণ করতে পারবেন।