দুই বছরের মধ্যে হিথরো বিমানবন্দরে সর্বোচ্চ যাত্রী পারাপার
মে মাসে লন্ডনের হিথরো বিমানবন্দর দিয়ে ৫৩ লাখ যাত্রী পারাপার হয়েছে। এ সংখ্যা ২০১৯ সালের মার্চের পর সর্বোচ্চ। এটি মহামারীর আগে ২০১৯ সালের স্তরের ৭৯ শতাংশ। তবে ব্রিটিশ বিমানবন্দরগুলোয় কর্মী ঘাটতির কারণে সাম্প্রতিক সময়ে দেশটির অনেক নাগরিকের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে। ব্রিটিশ রানীর দায়িত্ব গ্রহণের প্লাটিনাম জয়ন্তীর ছুটিতে ফ্লাইট বাতিল ও বিলম্ব ব্যাপক আকার ধারণ করেছিল। সম্প্রতি চাহিদা বাড়ায় হিথরো চতুর্থ টার্মিনাল পুনরায় চালু করেছে।