লিভারপুল একাডেমি প্রতিষ্ঠা করছে ভারতে
ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুল আগামী বছর ভারতে একটি একাডেমি চালুর করতে যাচ্ছে। পুনেতে স্থায়ীভাবেই এটি নির্মাণের পরিকল্পনা যা আগামী জানুয়ারিতে খুলে দেয়া হবে। প্রিমিয়ার লীগের শীর্ষস্থানীয় দলটি ভারতে ডিএসকে শিবাজির সঙ্গে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে এ একাডেমি প্রতিষ্ঠা করছে যাতে তরুণ খেলোয়াড়রা উপকৃত হয়। ১৮ বছর পর্যন্ত খেলোযাড়দের প্রশিক্ষণ দেবেন লিভারপুল থেকে আগত কোচেরা।
একাডেমির পরিচালক ফ্রাঙ্ক ম্যাকপারল্যান্ড বলেন, শিক্ষা ও সমাজসেবামূলক কাজ তুরুণ খেলোয়াড়দের উন্নয়নের জন্য সহায়ক। লিভারপুলে প্রতিষ্ঠিত সব একাডেমির লক্ষ্য থাকে একজন তরুণকে ভাল খেলোয়াড় ও ভাল মানুষ হিসেবে গড়ে তোলা। গত মওসুমে একাডেমি থেকে সাতজন খেলোয়াড় প্রথমসারির দলে জায়গা করে নিয়েছে। আমরা আমাদের জ্ঞান ও অভিজ্ঞতা ভারতের তরুণ খেলোযাড়দের মান উন্নয়নে কাজে লাগাতে চাই। একাডেমিটা হবে সম্পূর্ণ আবাসিক যেখানে পূর্ণ মাপের মাঠ, অনুশীলন ব্যবস্থা, শ্রেণীকক্ষ, ব্যায়ামাগার, খাবার ঘর, চিকিৎসা সেবা ইত্যাদি থাকবে।