যুক্তরাজ্যের সন্ত্রাস বিরোধী স্ট্রাটেজি মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক
‘প্রিভেন্ট’ হিসেবে কথিত যুক্তরাজ্যের সন্ত্রাস বিরোধী কৌশল মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে গ্রহন করা হয়েছে, যা নেতিবাচক ও বৈষম্যমূলক। এ ব্যাপারে একটি বিতর্কিত স্বাধীন পর্যালোচনাকে সামনে রেখে জাতিসংঘের একজন র্যাপোর্টিয়ার বা তদন্তকারী এমন মন্তব্য করেছেন। জাতিসংঘের একজন স্পেশ্যাল র্যাপোর্টিয়ার ফিয়োনুয়ালা নি আওলেইন, যিনি কাউন্টার টেরোরিজম সহ মানবাধিকারের উন্নয়ন ও সুরক্ষা বিষয়ে কাজ করছেন, বলেন, যুক্তরাজ্যের স্ট্রাটেজি বা কৌশলটির একটি নেতিবাচক ও বৈষম্যমূলক প্রভাব রয়েছে মুসলিম সম্প্রদায়সমূহের ওপর এবং এর বাস্তবায়ন জাতিসংঘের শিশু অধিকার সংক্রান্ত চুক্তির সাথে অসংগতিপূর্ন। নি আওলেইন বলেন, উদ্যোগটির প্রভাব সকল শিশুর ক্ষেত্রে সমানভাবে অনুভূত না হলেও বিশেষভাবে নৃ-গোষ্টি কিংবা ধর্মীয় সম্প্রদায়গুলো এতে ক্ষতিগ্রস্ত হবে। প্রিভেন্ট- এর আওতায় স্কুল,…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login