এক সপ্তাহে ব্রিটেনে কভিড আক্রান্তের সংখ্যা ৩০ লাখ
কভিড-১৯-এর ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে ব্রিটেনে সংক্রমণের হার বেড়ে চলেছে। গত সপ্তাহে ব্রিটেনে কভিড-১৯-এ ৩০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। ওই সপ্তাহে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট বিএ ৪ ও বিএ ৫-এর কারণে সংক্রমণের হার ছিল ৩০ শতাংশেরও বেশি। ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিস কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সংক্রমণ দ্রুতগতিতে বাড়লেও আক্রান্ত মানুষের হাসপাতালে চিকিৎসা নেয়ার হার সে তুলনায় কম। পাশাপাশি ওই সপ্তাহে কভিডে মৃত্যুহারও কম ছিল।