তাপমাত্রা ৪০ ডিগ্রি পৌঁছতে পারে
প্রচন্ড তাপমাত্রার দরুন যুক্তরাজ্যে সতর্কতা সর্বোচ্চ পর্যায়
দেশের ইতিহাসে সবচেয়ে উষ্ণ আবহাওয়ার আশংকা
যুক্তরাজ্য সরকার এই প্রথমবারের মতো তাপদাহের কারনে দেশব্যাপী জরুরী অবস্থা ‘রেড এলার্ট’ জারি করেছে। গত শুক্রবার এই রেড এলার্ট জারি করা হয়। দেশের ইতিহাসে সবচেয়ে উষ্ণ আবহাওয়ার আশংকা করা হচ্ছে। স্বাস্থ্য ও নিরাপত্তা পর্যবেক্ষক গ্রুপ হেলথ্ সিকিউরিটি এজেন্সী ইংল্যান্ডে তাপদাহে স্বাস্থ্য সতর্কতা সর্বোচ্চ পর্যায় ৪ মাত্রা পর্যন্ত বৃদ্ধি করেছে।
চলতি সপ্তাহান্তে এবং আগামী সপ্তাহের শুরুতে দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। এ অবস্থা মেট ওয়েদার অফিসও একটি রেড এলার্ট বা লাল সতর্কতা জারি করেছে। ব্যতিক্রমিক, সম্ভবত: রেকর্ডভঙ্গকারী তাপমাত্রা অনুভূত হতে পারে পরবর্তী সপ্তাহের শুরুতে। আর আগামী সোমবার রেড ওয়ার্নিং এলাকা দিয়ে বয়ে যেতে পারে ব্যাপক তাপদাহ, যা মঙ্গলবার আরেকটি বেশী মাত্রায় অনুভূত হবে দেশের পূর্ব ও উত্তর অঞ্চলে।
মেট্রোপলিটন আবহাওয়া অফিসের চীফ মেটিওরোলজিস্ট পল গুন্ডারসেন বলেন, বর্তমানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধির সম্ভাবনা ৫০ শতাংশ এবং তাপমাত্রা একটি নতুন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার সম্ভাবনা ৮০ শতাংশ। তিনি আরো বলেন, রাতগুলো ব্যতিক্রমিকভাবে উষ্ণ হতে পারে, বিশেষভাবে শহর ও নগর এলাকায়। এর ফলে জনগন ও অবকাঠামোগুলোর ওপর ব্যাপক বিরূপ প্রভাব পড়তে পারে।
এ অবস্থায় জনগনের জন্য পরিকল্পনা গ্রহন ও তাদের দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনা জরুরী। তাপমাত্রার এই পর্যায় স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে। তাপমাত্রার ক্ষেত্রে জরুরী অবস্থার জন্য সর্বোচ্চ হচ্ছে ৪ মাত্রার সতর্কতা। গত শুক্রবার সকালে এটা জারি করা হয়।