কন্যাসন্তান বিক্রি করে চীনা দম্পতির আইফোন ক্রয়
চীনের এক দম্পতি তাদের কন্যাসন্তানকে বিক্রি করার দায়ে আদালতের রায়ে শাস্তি ভোগ করতে যাচ্ছে। জানা গেছে কন্যাকে বিক্রি করা অর্থের এক অংশ দিয়ে একটি অ্যাপল আইফোন কিনেছিল। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে। এই দম্পতিটি তাদের অনলাইন পোস্টিংয়ের মাধ্যমে তাদের তৃতীয় সন্তানটিকে দত্তক দেয়ার উদ্যোগ নেয় এবং পরে তারা দত্তক গ্রহণকারীদের কাছ থেকে অর্থ গ্রহণ করে। বিষয়টি প্রকাশ পেলে সাংহাইয়ের একজন কৌঁসুলি বিরুদ্ধে মানুষ পাচারের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। লিবারেশন ডেইলি লিখেছে।তদন্তকারীরা জানতে পারে শিশুর মা প্রাপ্ত অর্থ দিয়ে একটি আইফোন, উন্নতমানের স্পোর্টস শু এবং অন্যান্য বিলাস সামগ্রী কেনেন। এগুলোও তিনি অনলাইন থেকেই কেনেন। এই দম্পতির নাম প্রকাশ করা হয়নি।উল্লেখ্য অ্যাপলের পণ্য চীনে অত্যন্ত জনপ্রিয়। গত বছর এক চীনা কিশোর তার একটি কিডনি বিক্রি করে প্রাপ্ত অর্থের এক অংশ দিয়ে একটি আইপ্যাড কিনলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।