টার্কিশ এয়ারলাইন্সে আসনপূর্ণতার নতুন রেকর্ড
তুরস্কের জাতীয় পতাকাবাহী টার্কিশ এয়ারলাইন্স(টিএইচওয়াই) তার অকুপেন্সী অর্থাৎ আসনপূর্ণতার ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। চলতি বছরের ১৫ জুন এই রেকর্ড সৃষ্টি হয়েছে। টার্কিশ এয়ারলাইন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মিডিয়া রিলেশন্স) ইয়াহইয়া উস্তুন এক টুইট বার্তায় বলেছেন, গতকাল আমরা ২ লাখ ৬০ হাজার যাত্রীকে সেবা দিয়েছি, যা অকুপেন্সী বা আসনপূর্ণতার দিক দিয়ে ৮৭ শতাংশ। এর মানে টার্কিশ এয়ারলাইন্সের মোট আসনের ৮৭ শতাংশই যাত্রীতে পূর্ণ ছিলো।
লক্ষণীয় যে, ১৯৩৩ সালে মাত্র ৫টি এয়ারক্রাফ্টের একটি বহর নিয়ে টার্কিশ এয়ারলাইন্স যাত্রা শুরুকরে। বর্তমানে এর প্রায় ৩৮০ টি এয়ারক্রাফ্ট বিশ্বের ৩৩৫ টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।